আইপিএল
রোহিতের চোট নিয়ে বিতর্ক উষ্কে দিলেন মুম্বই কোচ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলের শুরুটা ভালো না হলেও, হঠাৎ করেই প্লে অফের দৌড়ে জোরকদমে ঢুকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই, আরসিবিকে সরিয়ে শীর্ষ স্থান দখল করবে মুম্বই। এরই মধ্যে রোহিত শর্মার চোট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছেন রোহিত শর্মা। ব্যাটিং করলেও তাঁকে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে না।
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মহেলা জয়বর্ধনে জানিয়েছেন চোট নিয়েই আইপিএল খেলছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু এই একই কারণে আইপিএলে নেই জশপ্রীত বুমরাহ। চোটের জন্য একাধিকবার পরীক্ষা দিতে হয়েছিল মহম্মদ শামিকে। সঞ্জু স্যামসনকে নিয়েও কড়াকড়ি দেখিয়েছে বোর্ড। তাহলে সামনেই যখন ইংল্যান্ড সফর, তার আগে রোহিতকে নিয়ে কেন সাবধান হল না বিসিসিআই। প্রশ্ন থেকেই যাচ্ছে।