ক্রিকেট
IND VS ENG: করুন নায়ারের সঙ্গে খেলতে আশাবাদী রাহুল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী কাল থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। রোহিত, বিরাটের অবসরের পর দল গঠন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে কে ওপেন করবেন, তা নিয়ে এখনও জটিলতা অব্যাহত। আলোচনায় রয়েছে কেএল রাহুল, করুন নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণের নাম। তবে ছোটবেলার সতীর্থ করুন নায়ারের সঙ্গে একসাথে মাঠে নামার ব্যাপারে আশাবাদী কেএল রাহুল। দুজনেই একসঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। কিন্তু জাতীয় দলে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগ হয়নি। এবার সেই সুযোগের অপেক্ষায় ভারতের ৩৩ বছরের এই ক্রিকেটার।