আন্তর্জাতিক ক্রিকেট
বাদ পড়া নিয়ে বিস্ফোরক রাহানে, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ভালো খেলেছেন তিনি। অথচ তারপরেও বাদ পড়েছেন টেস্ট দল থেকে। আর এবার নিজের এই বাদ পড়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অজিঙ্ক রাহানে। স্পষ্ট জানালেন নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের কেউই তার সাথে কোন রকম আলোচনা করেনি।
নির্বাচক কমিটির খামতি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে রাহানে বললেন, “আমাকে কিছু বছর আগে দল থেকে বাদ দেওয়া হয়। তারপর আবার যখন আমি রান করি আমাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে রাখা হয়। তারপর আচমকাই আবার বাদ দেওয়া হয় আমাকে। আমার হাতে খেলা ছাড়া আর কোন উপায় ছিল না। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফর্ম করি, আবার আমার ডাক পড়ে। যখনই কোন অভিজ্ঞ প্লেয়ার দলে কামব্যাক করে সে জানে যে অন্তত দু থেকে তিনটি সিরিজ তাকে খেলানো হবে। আমি জানতাম দক্ষিণ আফ্রিকা আমার কাছে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে কিন্তু আমি প্রস্তুত ছিলাম। অথচ আমাকে ডাকাই হল না। খারাপ লেগেছিল এটা ভেবে যে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছি তারপরেও আমার ওপর ভরসা রাখলেন না নির্বাচকরা।” পাশাপাশি তিনি আরো জানান যে তাকে অনেকেই পরামর্শ দিয়েছিল এই সময় নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে কিন্তু অপরপক্ষ রাজি ছিল না বলে তা সম্ভব হয়নি রাহানের পক্ষে। “আমার ব্যক্তিত্ব এরকম নয় যে আমি গিয়ে জানতে চাইব আমাকে কেন বাদ দেওয়া হল। অথচ সেই সময় আমাকে অনেকে বলেছিলেন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে, কিন্তু অপর পক্ষ কোনোভাবে প্রস্তুতি ছিল না। আমি মুখোমুখি কথা বলতে চেয়েছিলাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরে আমাকে বাদ দেওয়ায় আমি খুব অবাক হয়েছিলাম। আমি নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছিলাম ঠিকই তবে সামনের জন রাজি না থাকলে সেখানে লড়াই বৃথা। এখন আর এসব ভেবে কোন লাভ নেই। আমি বিশ্বাস করি দ্রুতই আমি জাতীয় দলে আবার কামব্যাক করব” বলেন রাহানে।
প্রসঙ্গত খেলোয়াড়দের নিজস্ব পিআর টিম থাকে যারা অনেক সময় ম্যানেজমেন্ট এর উপর চাপ তৈরি করে তাদেরকে দলের নেওয়ার জন্য কিন্তু এক্ষেত্রে রাহানের কোন পিআর টিম ছিল না। “আমি বরাবর লাজুক প্রকৃতির তাই কখনো মুখ খুলিনি। আমার বরাবরই লক্ষ্য ছিল ক্রিকেট খেলা এবং তারপর বাড়ি ফিরে যাওয়া। জানতাম না এখানে আরও বেশ কিছু জিনিস প্রয়োজনীয় হয় খেলার বাইরেও। আমি এখনো এটাই বিশ্বাস করি তবে পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় লোকে ঠিকই বলে। আমার নিজস্ব পিআর টিম নেই, ক্রিকেটই আমার পিআর। তবে এখন আমি বুঝতে পারি খবরে থাকা কতটা প্রয়োজনীয় কারণ নইলে অনেকেই ভেবে নেয় যে ক্রিকেট দুনিয়া থেকেই আমি বোধহয় মুছে গেছি” বেশ কিছুটা আক্ষেপের সুরেই জানান তিনি।
রাহানে বরাবরই চুপচাপ প্রকৃতির সেটা ক্রিকেট দুনিয়ায় প্রায় সবাই জানে। তবে তার এই বিস্ফোরক মন্তব্য এবারের নিশ্চয়ই টনক নাড়াবে নির্বাচক কমিটির। এখন দেখার ভবিষ্যতে তাকে দলে ডাকা হয় নাকি এই মন্তব্যের জন্য ফের তার উপর কোপ পড়ে।