Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

2nd Test: দিল্লিতে শততম টেস্ট ম্যাচটি খেলতে নেমেও নিজের ‘জেদ’ বজায় রাখতে চান পূজারা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার চেতেশ্বর পুজারা আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের শততম টেস্ট ম্যাচটি খেলতে নামছেন। এই ভারতীয় দলে তিনি ছাড়া আর মাত্র একজন, বিরাট কোহলির এই কর্তৃত্ব রয়েছে। নাগপুরে প্রথম টেস্টে পুজারা তেমন কিছু না করতে পারলেও, দিল্লিতে তার এই ঐতিহাসিক মুহূর্তে অবশ্যই বড় রান করতে চাইবেন পুজারা।

দিল্লিতে ভারত দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে পুজারা সাংবাদিক সম্মেলনে এসে নিজের পরিবারকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন, এর পাশাপাশি তিনি সাংবাদিকদের জানিয়ে গেলেন যে তার বাবা এই বিশেষ মুহূর্তে আগামী কাল দিল্লি টেস্ট দেখতে মাঠে উপস্থিত থাকবেন।”যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, আমি কখনও ভাবিনি যে আমি কোনদিন নিজের জীবনের ১০০ তম টেস্ট খেলতে পারব। এই যে আমি টেস্ট খেলতে পারছি সেটা আমার এবং আমার পরিবারের কাছে একটা বিশাল বড় ব্যাপার। আমার এই ১০০তম টেস্টে পৌঁছানোর পেছনে আমার বাবার বিশাল বড় অবদান রয়েছে এবং তিনি আগামীকাল আমার জন্য মাঠে উপস্থিত থাকবেন।”

এদিন যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিভাবে এতদিন ধরে একটি টেস্ট ম্যাচ খেলার আগে নিজেকে প্রস্তুত করেন, এর উত্তরে পুজারা তার সহ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনের তাকে নিয়ে একটি বিশেষ কথা উল্লেখ করেন। সেটি হল ‘জেদি কিংবা একরোখা’।

“আমার দলের সহ খেলোয়াড় অশ্বিন আমায় নিয়ে কয়েকদিন আগেই বলেছে আমি খুব একরোখা। আসলে আপনি যখন নিজের মনোভাবের দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার, ততক্ষণ আপনি সেটিকে ধরে রাখেন এবং সেটা আপনাকে সফল হতে সাহায্য করে। আমার নির্দিষ্ট কিছু রুটিন রয়েছে এবং আমি সব সময় নিয়মানুবর্তিতা মেনে চলি। আমি যোগা, মেডিটেশন এবং প্রণাম সবকিছু করি যা আমাকে মানসিকভাবে শান্ত রাখে এবং বাইরের সমস্ত বাধা-বিপত্তি থেকে দূরে রাখে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই শুভমান গিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমান গিল। তাঁকে এখন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন গিল। ১৪০ এর স্ট্রাইক রেটে তিনি করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।এছাড়াও কিছুদিন আগে জিম্বাবোয়ের তাঁর অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে ৭, ১০ এবং ১৩ তারিখে। এই প্রসঙ্গে বিসিসিআই জানানো হয়েছে, “বাংলাদেশের সিরিজের পর মাত্র ৩ দিন বাদেই নিউজিল্যান্ড সিরিজ। তাই জন্য গিলকে বিশ্রাম দেওয়াটা দরকার ছিল।” এছাড়াও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে গিল সহ আরও কিছু খেলোয়াড়কে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দলে পরিবর্তন চাইছেন না মর্কেল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান জোড়ে বোলার মর্নি মর্কেল। ইতিমধ্যেই বুমরাহদের নিয়ে চেন্নাইতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। প্রথমদিনের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখে মুগ্ধ মর্কেল। তিনি বলেছেন “ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা যে কতটা সম্মানের তা ভালোমতই জানি। আর আমার দলের খেলোয়াড়রাও সেই জার্সির ওজনটা বোঝেন।”

ভারতীয় দলের বোলিং কোচ হতে পারে নিজেকে ভীষণ আপ্লুত মনে করছেন মর্কেল। সবার প্রথমে এই সুখবরটি তিনি তার বাবাকে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে তার লক্ষের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন “দীর্ঘমেয়াদি কিছু এখনই ভাবতে চাইছি না। আমার দলে রোহিত, কোহলি, বুমরাহর মত তারকারা রয়েছেন। এতে আমি নিজেকে ধন্য মনে করি। তাই ছোট ছোট পরিকল্পনাতেই এগোতে চাইছি।”

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন মর্কেল। তাই কোচ হিসেবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই এখন মূল লক্ষ্য মর্নে মর্কেলের।

Continue Reading

Trending