আন্তর্জাতিক ক্রিকেট

ICC CHAMPIONS TROPHY 2025: সমীহ নয়, ভারতের বিরুদ্ধে জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পাকিস্তান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রতিযোগিতা শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এদিকে আইসিসির প্রতিযোগিতা গুলিতে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। এক দিনের বিশ্বকাপেও ৮-০ ফলে এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এগিয়ে ৭-১ ব্যবধানে। শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতের সঙ্গে সমানে রয়েছে পাকিস্তান। এমনকি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৮০ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। যেই কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচকে আলাদা গুরুত্ব দেওয়ার কথা হলেও “জয়টাই প্রধান লক্ষ্য” এমনটাই বলছেন পাকিস্তানের সহ অধিনায়ক সলমন আগা।

পিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সলমন আগা জানিয়েছেন, “আমি লাহোরের ছেলে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ফলে খুব উত্তেজিত লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। ফলে নিজের শহরে ট্রফি জিততে পারলে স্বপ্ন সত্যি হবে”। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী ২৩শে ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই বড় ম্যাচ। এদিকে এই মহারণ নিয়ে সহ অধিনায়ক সলমন আগা বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সম্পূর্ণ আলাদা একটা পরিবেশের খেলা। অনেকে বলেন এটাই বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু আমার কাছে এটা আর বাকি ম্যাচের মতোই একটা ম্যাচ। যেকোনো একটা ম্যাচ জেতার আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। ভারত যদি এই ম্যাচ জিতেও প্রতিযোগিতা চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে কি লাভ? তবে আমরা যদি ভারতের কাছে হেরেও প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হতে পারি তা হলে সেটা অনেক বড় প্রাপ্তি। তাই বলে এমন নয় যে আমরা ভারতের বিরুদ্ধে জিততে চাইছি না। ভারতকে হারাতে আমরা সব রকম চেষ্টা করব। দলের সকলে এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে। ভারতের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে আমি মরিয়া চেষ্টা চালাবো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version