ক্রিকেট
সুযোগ পাওয়া উচিত ঈশ্বরণের, বলছেন সৌরভ
রে স্পোর্টজ ওয়েবডেক্স : অভিমুন্য ঈশ্বরণের ভারতীয় টেস্ট দলের সুযোগ না পাওয়া নিয়ে, আগেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তাঁর বাবা। তাঁর যুক্তি ছিল, নিয়মিতভাবে অনুশীলনে ভালো পারফরম্যান্স করার পরেও জায়গা পাচ্ছেন না তাঁর ছেলে। এমনকি দলের কোচ গৌতম গম্ভীর বারবার নাকি তাঁর ছেলেকে বলেছেন, খুব তাড়াতাড়ি সুযোগ আসবে। তারপরেও ঈশ্বরণ রয়ে গেছেন ব্রাত্য। এবার এই বিতর্কেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি পরিষ্কার বলেছেন, ঈশ্বরণের খুব তাড়াতাড়ি ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত। কারণ ভারতীয় ব্যাটিং লাইনাপের তিন নম্বর পজিশন নিয়ে অনেকদিন ধরেই সমস্যা চলছে। সাই সুদর্শন বা করুণ নায়ার কেউই তিন নম্বর জায়গায় থিতু হতে পারছেন না।
একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘ওর যথেষ্ট কম বয়স। আমি আশাবাদী ও খুব দ্রুত সুযোগ পাবে। যশস্বী জয়সওয়াল, রাহুল, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা নিয়মিত রান পাচ্ছে। শুধু ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশন নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। সেখানে অভিমুন্যকে সুযোগ দেওয়া যেতেই পারে।’ এই প্রসঙ্গে উল্লেখ্য, অভিমুন্য ভারতীয় দলে অভিষেকের পর ১৫জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। কিন্তু বাংলা রঞ্জি দলের অধিনায়কের আর সুযোগ হয়নি। তাই তাঁর বাবা রঘুনাথন ঈশ্বরণের বিষয়টি নিয়ে যে ক্ষোভ থাকবে সেটাই স্বাভাবিক। এবার সৌরভ গাঙ্গুলীও ব্যাট ধরলেন অভিমুন্যের পক্ষে।