আইপিএল
IPL 2025: দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন তিনি। কিন্তু ৬ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশি বোলারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। আগামী ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেওয়া হল বাংলাদেশের তারকা বোলারকে। চলতি আইপিএলে বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিলেন না। কিন্তু আচমকাই আইপিএলে দল পেয়ে গেলেন মুস্তাফিজুর রহমান।