রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই শেষ মুহুর্তে সুনীল নারিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন মঈন আলি। নাইটদের জয়ের নায়ক অবশ্য কুইন্টন ডি’কক। ৯৭ রানের অপরাজিত ইনিংসই কেকেআরকে জয় এনে দেয়। কিন্তু এদিন বল হাতে ভালো ছন্দে ছিলেন বরুণ চক্রবর্তী।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বরুণকে প্রশংসায় ভরালেন মঈন আলি। তিনি বলেন, “আমি এমন একজনের সঙ্গে বোলিং করতে অভ্যস্ত যে আমার চেয়ে ভাল এবং রহস্যময়। আমার কাজ ছিল যতটা সম্ভব ভাল বোলিং করা, প্রতিপক্ষ দলের ব্যাটারদের উপর চাপ তৈরি করা। আমি চাপ সৃষ্টি করলেই বরুণ উইকেট পাবে সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
ম্যাচের কয়েক ঘন্টা আগে মঈন জানতে পারেন যে তাঁকে মাঠে নামতে হবে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছেন তিনি। বরুণের সঙ্গে জুটি বেঁধে সঞ্জু স্যামসনদের সমস্যায় ফেলেছিলেন মঈন আলি। তিনি আরও বলেন, “বরুণের ভাল বোলিংয়ের কারণেই আমি উইকেট পেয়েছি। ও দুর্দান্ত বোলার। গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে।”