আইপিএল

IPL 2025: কুলদীপের হাতে চড় খেলেন রিঙ্কু সিং। কী ঘটেছিল মাঠে? বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই জয়ের পরেই আরও একবার আইপিএলে ফিরল চড়-কান্ড। ২০০৮ সালে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচের শেষে শ্রীসান্থকে চড় মেরে নির্বাসিত হয়েছিলেন হরভজন সিং। মঙ্গলবার রাতে দিল্লি বনাম কলকাতার ম্যাচ শেষে রিঙ্কু সিংকে একটা চড় কষিয়ে দিলেন কুলদীপ যাদব।

যদিও দেখেই বোঝা গিয়েছিল নিতান্ত মজার ছলেই এই কাজটি করেছিলেন কুলদীপ। তবে বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি রিঙ্কু সিং। ম্যাচ শেষে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেখানেই হঠাৎ ঘটনাটি ঘটে। রিঙ্কু খানিকটা অবাক হয়ে যান। ঠিক তখনই দ্বিতীয়বার কেউ তাঁকে চড় মারতে যান। এরপরেই বিরক্তি প্রকাশ করেন রিঙ্কু সিং। যদিও এখনও পর্যন্ত কেকেআর বা রিঙ্কুর তরফ থেকে এই বিষয়ে কোনও অভিযোগ করা হয়নি।

এই ঘটনার পর মুখ খুলেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পরিষ্কার করে দিয়েছেন যে এই ঘটনা নিছকই মজা ছিল। ফলের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিতর্কে ইতি টানলো কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version