আন্তর্জাতিক ক্রিকেট

ICC CHAMPIONS TROPHY 2025: জল্পনার অবসান! পাকিস্তানে উড়ল ভারতের তেরঙ্গা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণের জন্য প্রস্তুত হচ্ছে ভারত এবং পাকিস্তান। তার আগে যদিও পাকিস্তানের স্টেডিয়াম ভারতের পতাকা না রেখে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারে সেই ভুল শুধরে নিতে বাধ্য হয়েছে পিসিবি। পাক ভূমিতে ভারতের পতাকা না রাখায় যে বিতর্ক তৈরি হয়েছিল, এবারে সেই বিষয়ে নতিস্বীকার করল পিসিবি কর্তারা। পাশাপাশি বুধবার অন্যান্য দেশের পতাকার সঙ্গে উড়ল ভারতের পতাকাও। আইসিসির নিয়মে, আয়োজক দেশে অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা উড়বে। তবে টুর্নামেন্ট শুরুর দুদিন আগে হঠাৎই করাচি স্টেডিয়ামে দেখা গেল না ভারতীয় পতাকা।

পাক ভূমিতে ভারতীয় পতাকা না থাকার ব্যাখ্যা দিয়েছে পিসিবি। তারা জানিয়েছে, যেই দলগুলি পাকিস্তানে খেলবে, শুধু তাদের পতাকাই থাকবে সেখানে। হাইব্রিড মডেল মেনে ভারত যেহেতু দুবাইতে খেলবে, সেই কারণে পাকিস্তানের কোনও স্টেডিয়ামে রাখা হয়নি ভারতের পতাকা। এদিকে মঙ্গলবার বিসিসিআই ভাইস-চেয়ারম্যান রাজীব শুক্ল জানান, পিসিবিকে নিশ্চিত করতে হবে যেন বাকি দেশগুলির পতাকার সঙ্গে ভারতের পতাকাও সেখানে থাকে। ফলে শেষমেশ সিদ্ধান্ত বদল করল পিসিবি। টুর্নামেন্ট শুরুর দিন পাকিস্তানে উড়ল ভারতের তেরঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version