আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: তাজা পিচেই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্পিন বোলারদের বেশি গুরুত্ব দিয়েছে ভারত। তবে খবর অনুযায়ী একেবারে তাজা পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যার ফলে হয়তো বিপক্ষকে স্পিনের ঘূর্ণিতে পরাস্ত করার ছক বিফলেও যেতে পারে। জানা গিয়েছে যে আলাদা করে দুটো পিচ তৈরি রাখা হয়েছে। যার ফলে সেই পিচে স্পিনাররা কতটা বিধ্বংসী হবেন সেই বিষয়েও রয়েছে একটা বড় প্রশ্ন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবেন তারা। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মারা।
দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ গুলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই স্টেডিয়ামে হয়েছে দুবাইয়ের ঘরোয়া লিগ আইএলটি২০। সেই প্রতিযোগিতার ১৫টি ম্যাচ হয়েছে এই মাঠেই। তবে এতগুলি ম্যাচ হওয়ার পড়েও দুটি পিচ একেবারে আলাদা করা রাখা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই ওই দুটি পিচকে ব্যবহার করা হয়নি। আইএলটি২০র লিগ পর্বের ম্যাচ চলাকালীন ওই দুটি পিচে না খেলার সাফ নির্দেশ দেওয়া হলেও, নক আউট পর্বে ওই পিচ ব্যবহার করা হয়েছে কিনা, সেই বিষয়ে দুবাইয়ের ক্রিকেট কর্তাদের জানা নেই। দুবাইয়ের পিচে পেসাররাও সাধারণত সাহায্য পান। তাজা পিচ পেলে আরও ভয়ংকর হয়ে উঠবেন তাঁরা। কিন্তু হার্দিক পাণ্ডিয়া সহ মাত্র তিনজন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। রয়েছেন পাঁচজন স্পিনার। বিশ্লেষকদের মতে এই তাজা পিচে যেই স্পিনারদের বলের গতি বেশি তারা দারুন সাফল্য পাবেন।