ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে সিরিজ শুরু ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। মঙ্গলবার কটকের বারাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। সকলে ব্যাট হাতে ব্যর্থ হলেও, একাই লড়াই করলেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে ফিরে মাত্র ৪ রানেই আউট হলেন শুভমন গিল। ১৭ রান করেন অভিষেক শর্মা। তিলক ভর্মা (২৬) এবং অক্ষর প্যাটেল (২৩) কিছুটা রান তোলার চেষ্টা করেন। ৫৯ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। প্রথম ওভারেই অভিজ্ঞ কুইন্টন ডি’কককে ফিরিয়ে দেন অর্শদীপ। রান পাননি এইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিসরা। যার ফলে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১০১ রানের বিশাল ব্যবধানে জয় পায় সূর্যকুমার যাদবের দল। প্রথম ম্যাচে জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version