ক্রিকেট
IND vs ENG 1st ODI: নাগপুরে জয়ের দিনেও কাঁটা সেই রোহিত
রে স্পোর্টজের প্রতিবেদন: টি-টোয়েন্টি সিরিজে ঠিক যেখানে ভারতীয় দল শেষ করেছিল, এবারে সেখান থেকেই একদিনের সিরিজ শুরু করল রোহিত শর্মা ব্রিগেড। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারাল ভারতীয় দল। আর সেখানে দলের হয়ে দারুণ পারফরম্যান্স করলেন অভিষেক ম্যাচ খেলা হর্ষিত রানা। এছাড়াও নজর কাড়লেন রবীন্দ্র জাদেজা, শুভমন গিল এবং শ্রেয়াস আইয়াররা। তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে, নিজেদের তৈরি করার কাজটা ভালোভাবেই শুরু করল ভারতীয় দল।
প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নয় ইংল্যান্ড। তবে ভারতীয় বোলারদের ভাল বোলিংয়ের দাপটে ২৪৮ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে রানা এবং জাদেজা তিনটি করে উইকেট নেন। এছাড়া শামিও নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি একটি উইকেট পান।
যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর ধাক্কা খায় ভারত। একসময় তাঁদের স্কোর হয়ে যায় ১৯/২। অধিনায়ক রোহিত শর্মা (২) এবং যশস্বী জয়সওয়াল (১৫) রানে আউট হয়ে যান। তবে প্রাথমিক ধাক্কা সামলে, ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে পাল্টা মার শুরু করেন শ্রেয়স আইয়ার। আউট হওয়ার আগে ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শ্রেয়স। তিনি ফিরতে দায়িত্ব নেন শুভমন গিল (৮৭)। কোনওরকম ঝুঁকি না নিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। এক্ষেত্রে তাকে যোগ্য সঙ্গ দিলেন অক্ষর প্যাটেল (৫২)। তবে এই জয়ের পরেও টিম ম্যানেজমেন্টের মনে দুটো আশঙ্কা রয়েই গেল। এই ম্যাচেও রান পেতে ব্যর্থ হলেন রোহিত। এছাড়া চোটের কারণে একেবারে শেষ মুহূর্তে প্রথম এক দিনের ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বিরাট কোহলি। এখন দেখার দ্বিতীয় ম্যাচের আগে তিনি আদৌ সুস্থ হয়ে উঠতে পারেন কিনা।