ক্রিকেট
IND vs ENG 2nd ODI: কটকেই সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজই ভারতীয় দলের কাছে শেষ সুযোগ সকল শক্তি পরীক্ষী-নীরিক্ষা করে নেওয়ার জন্য। সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ের পর, কটকেই সিরিজ জয়ের হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে। শুক্রবার সন্ধ্যায় কটকে পৌঁছায় ভারতীয় দল। শনিবার সকালে সিরিজ জয়ের জন্য জগন্নাথ ধামে পুজোও দিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এই সব কিছুকে উপেক্ষা করে একটাই প্রশ্ন উঁকি মারছে ভারতীয় শিবিরে৷ প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য বিরাট মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। যদিও দলের সঙ্গেই তিনি কটকে এসেছেন। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে সকলের নজর বিরাট কোহলির দিকে। এখন দেখার কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে ফিরতে পারেন কিনা বিরাট কোহলি।
যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কোহলি ফিরলে দল থেকে বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের ব্যাটিং কোচ জানালেন, “বিরাট সম্পূর্ণ সুস্থ। তাঁকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।” অন্যদিকে, শুভমন গিল বলেন, “সকালে বিরাটের হাঁটুতে একটা ফোলা ভাব দেখা গিয়েছিল। যদিও তা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। আশা করা যায় ম্যাচের জন্য বিরাট তৈরি।” ওপেনিং জুটিতে পরিবর্তন আসার কোনও সম্ভবনা নেই। পাশাপাশি প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ফলে তাঁকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও, উইকেটের পিছনে ভালো পারফর্ম করেছিলেন কেএল রাহুল। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে, আরও একবার রাহুলের উপর ভরসা রাখবেন গৌতম গম্ভীর, নাকি তাঁকে বসিয়ে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হবে। পাশাপাশি দলের বোলিং বিভাগেও কোনও পরিবর্তন আসে কিনা, সেটাও দেখার।