ক্রিকেট
IND vs ENG: ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন শার্দুল ঠাকুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামার আগে, প্রতিপক্ষকে সতর্ক করে দিলেন ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। আগামী ২০ জুন লিডসে প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই, লিডসে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছেন শুভমন গিলরা। এক সাক্ষাৎকারে ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেন, “আমরা একটা উত্তেজক লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট সব সময় কঠিন। তবে আমাদের মধ্যে ভালো ফল করার মত শক্তি রয়েছে।”
প্রতিপক্ষ ইংল্যান্ড দলকে সতর্ক করে দিয়ে শার্দুল বলেন, “ইংল্যান্ড দল এখন টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলে। আমরাও ওদের চমক দেওয়ার জন্য তৈরি। আশা করি ভালো পারফর্ম করে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারবো।”