ক্রিকেট
অস্ট্রেলিয়াকে বড় শাস্তি আইসিসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি অ্যাশেজ সিরিজের মধ্যেই বড় শাস্তির মুখে পড়ল অস্ট্রেলিয়া। মেলবোর্নের চতুর্থ টেস্টের পিচ দেখে অস্ট্রেলিয়ার ওপর ক্ষুব্ধ হয় আইসিসি। ব্যাট এবং বলের যথাযথ লড়াইয়ের জন্য উপযুক্ত ছিল না সেই পিচ এমনটাই জানানো হয় আইসিসি পক্ষ থেকে। আর সেই কারণেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়।
প্রতিটি ম্যাচের শেষে আইসিসির কাছে ম্যাচ রেফারি একটি রিপোর্ট জমা দেন যেখানে পিছের গুণগত মান আলোচনা করা থাকে। সেই মান দেখেই পিচকে নম্বর দেওয়া হয়। তবে মেলবোর্নের পিচ দেখে নম্বর অনেকটাই কম দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ম্যাচ রেফারি জেফ ক্রোর রিপোর্টের ভিত্তিতে আইসিসির পক্ষ থেকে এই পিচকে অনুপযুক্ত বলে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি অসন্তোষজনজনক অর্থাৎ তিন নম্বর রেটিং দেওয়া হয়েছে পিচকে। যেখানে গত তিন বছর যাবত এই মেলবোর্নের পিচকে খুব ভালো আখ্যা দিয়ে এসেছে আইসিসি সেখানে এবারের পিছে এবং বলের সমান লড়াই হয়নি বলেই মনে করছে তারা। পিচ প্রস্তুতকারক ম্যাট পেগও এই পিচ দেখে খুশি হননি। বোর্ডের চিফ অফ ক্রিকেট জেমস আলসোপ বলেন, “এই পিচ দেখে সত্যি হতাশ লাগছে। অস্ট্রেলিয়ায় যে ধরনের পিচ এতদিন যাবত তৈরি করা হয় সেই পিচ এটা নয়। আশা করছি ভবিষ্যতে আর এই ভুল হবে না।”
এই পিচে বোলাররা অতিরিক্ত সুবিধা পেয়েছে এমনটাই মনে করছে আইসিসি। সিরিজের প্রথম তিনটি টেস্ট খুব সহজেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও রান করতে পারেননি। উল্টোদিকে ইংল্যান্ড ব্যাটাররা যথেষ্ট চালিয়ে খেলে ম্যাচ জিতে নেয়। তবে ইতিমধ্যেই এই পিচের সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন কেবিন পিটারসেন এবং অ্যালিস্টর কুক। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেটলিও এই পিচকে তুলনা করতে ছাড়েননি। তারপরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা ছিল হয়তো আইসিসির পক্ষ থেকে বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে ফল হল একেবারেই উল্টো। চলতি সিরিজের মাঝে বড় শাস্তি পেতে হল অস্ট্রেলিয়াকে।
