ক্রিকেট
ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পড়লেন গিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের সমস্যায় পড়লেন শুভমন গিল। ঘাড়ের চোট সেরে উঠতে না উঠতেই এবার নতুন করে অসুস্থ হলেন তিনি। শোনা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের সমস্যায় ভুগছেন গিল। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। তাই বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে খেলতে নামলেন না ভারতের এই ক্রিকেটার। তবে পাঞ্জাব দলের মেডিকেল টিম জানিয়েছে আগামী ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে খেলতে কোন সমস্যা হবে না তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি শুভমনের। ২০২৫ এ ১৫ টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছেন মোট ২৯১ রান। গড় ২৪.২৫। অর্ধশতরান পেয়েছেন মাত্র একটি। তবে বিশ্বকাপ দলের জায়গা না হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজে ভারতীয় দলকে খুব সম্ভবত নেতৃত্ব দিতে চলেছেন গিলই। তবে সম্প্রতি সময়টা মোটেই ভালো যাচ্ছিল না তার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কলকাতায় খেলতে নেমে ঘাড়ের চোটে আক্রান্ত হয়েছিলেন গিল। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণেই টেস্ট সিরিজের বাকি ম্যাচ এবং একদিনের সিরিজ খেলতে পারেননি তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরলেও ব্যাটা হাতে ব্যর্থ গিল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেকে আরো একবার প্রমাণ করতে পারলে হয়তো নির্বাচকরা তার কথা ভেবেও দেখতে পারেন এমনটাই আশা করা হচ্ছে।
