ক্রিকেট

ইডেন টেস্টের প্রস্তুতিতে কলকাতায় গম্ভীরের বাহিনী, পৌঁছে গেলেন গিল-বুমরাহরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শীতের কলকাতা রাত। রবিবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে শহরের নেটাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল ভারতীয় টেস্ট দল। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করতে এসেছে শহরে। দলের সঙ্গে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, সহকারী কোচ মর্নি মর্কেল ও রায়ান টেন দুশখাতে।
বিমান অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই গম্ভীরকে দেখা যায় লাগেজ হাতে বেরিয়ে আসতে। তার কিছু পরেই বিমানবন্দর ত্যাগ করেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর ও নিতীশ কুমার রেড্ডি। এরপর টিম বাসে চড়ে সরাসরি হোটেলের উদ্দেশে রওনা দেয় ভারতীয় শিবির।
যদিও রবিবার রাতে বিমানবন্দরে ক্রিকেটারদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন সমর্থক। গুটিকয়েক ক্রিকেটপ্রেমী ও বিমানবন্দরের কর্মীদের ভিড়ের মধ্যেই দেখা যায় গিল ও বুমরাহদের জন্য ছোটদের উচ্ছ্বাস আর জয়ধ্বনি।
আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। গিল-বুমরাহদের আগমনের পর থেকেই শহরে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে। সোমবার বাকি ভারতীয় ক্রিকেটাররাও কলকাতায় এসে পৌঁছবেন বলে জানা গেছে।
অন্যদিকে, পাকিস্তান সফর শেষ করে রবিবার সকালেই কলকাতায় এসে গিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম দল। সোমবার সকাল নাগাদ প্রোটিয়া শিবিরের বাকি সদস্যরাও শহরে আসবেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ভারতীয় দল নেমে পড়ছে লাল বলের লড়াইয়ে। ফলে খুব বেশি সময় না পেলেও সোমবার থেকেই ইডেনে অনুশীলন শুরু করবে গম্ভীরের দল।
এখন দেখার বিষয়—নিজেদের ঘরের মাঠে শক্তিশালী প্রোটিয়াদের হারিয়ে জয়গাথা লেখতে পারে কি না টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version