আইপিএল
আইপিএল নিয়ে ঘোর অনিশ্চয়তা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে ধরমশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে ঘোর অনিশ্চয়তা। বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইতিমধ্যেই, নিরাপত্তাজনিত কারণে ভারত ছাড়তে চাইছে একাধিক বিদেশি ক্রিকেটার।
সূত্র মারফত খবর, আইপিএলের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছেন গভর্নিং কাউন্সিলের কর্তারা। শুক্রবারই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত শুক্রবারের আরসিবি বনাম এলএসজি ম্যাচ হওয়ার সম্ভবনা রয়েছে। তবে যুদ্ধকালীন পরিবেশে আইপিএলের বাকি অংশ কী সম্পূর্ণ করা সম্ভব? উত্তর দেবে সময়।