ক্রিকেট
পিছিয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার। ৪ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য দুটি প্রতিযোগিতাই পিছিয়ে দেওয়া হল। গত মরশুম থেকেই আইপিএলের অনুকরণে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। প্রথম বছরেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল সীমিত ওভারের এই প্রতিযোগিতাটি। তবে আপাতত দ্বিতীয় সংস্করণ কবে শুরু হবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।