ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: শর্তসাপেক্ষে ক্রিকেটারদের আবেদন মঞ্জুর করল বোর্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তা হলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ৪৫ দিনের কম সময় ধরে চলবে। তাই দুবাইতে পরিবার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি পাননি ভারতীয় ক্রিকেটাররা।
যদিও সেই সিদ্ধান্তে এবার বদল আনা হল। নতুন নিয়ম লাগু হওয়ার পরেই বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে সেই আবেদন মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার বিসিসিআই জানিয়েছে, একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যেরা দুবাই যেতে পারবেন। তবে কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তার পর বোর্ড অনুমতি দেবে।