ক্রিকেট
ASIA CUP 2025: দুবাইতে ধস নামাল ভারত: মাত্র ৪.৩ ওভারে জয়, কুলদীপ-দুবের আগুনে বোলিং
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল এক কথায় ঝড় তুলল। গ্রুপ–এ-র এই লড়াইয়ে সংযুক্ত আরব আমিরশাহিকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে, ৪.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল। এই ম্যাচে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্স ও ব্যাটারদের ঝড়ো শুরু একসঙ্গে মিলিয়ে একতরফা জয় এনে দিল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরুতেই কাজে লাগে। ভারতীয় স্পিন বিভাগের ভরসা কুলদীপ যাদব ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তার ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ে UAE ব্যাটিং লাইন–আপ। মাঝখান থেকে শিবম দুবে আসরে নেমে ২ ওভারে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং পুরোপুরি ভেঙে দেন। ফলে ১.২ ওভারেই UAE ৫৭ রানে অলআউট হয়ে যায়।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা আগ্রাসী মনোভাব দেখান। অভিষেক শর্মা মাত্র ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। শুবমন গিল (২০*) ও সূর্যকুমার যাদব (৭*) মিলিয়ে ভারতকে ৪.৩ ওভারেই ৬০ রানে পৌঁছে দেন। মাত্র ২৭ বল খেলেই ৯ উইকেটে ভারতের বড় জয় নিশ্চিত হয়।
এই জয়ের মাধ্যমে ভারত ১৬ ম্যাচ পর অবশেষে টস জেতার খরা কাটাল। পাশাপাশি বড় ব্যবধানে জয়ের ফলে নেট রান রেটেও ব্যাপক উন্নতি হলো। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুলদীপ যাদব, তার অদম্য স্পেল ভারতীয় বোলিং বিভাগের প্রাণসঞ্চার করে।
ভারতের এই দাপটপূর্ণ জয় এশিয়া কাপে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। পরবর্তী ম্যাচে আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে এমন একতরফা জয় দলের মনোবল বাড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা।