ক্রিকেট
ASIA CUP 2025: শুক্রবার ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে শুক্রবার ওয়ানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। আগের দিন ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন, যেখানে কয়েকজন মূল ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। কোচ গৌতম গম্ভীর প্রথম একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন। সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল ও অমিত মিশ্র। বৃষ্টি বাধাগ্রস্ত আগের ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটিং নজর কেড়েছে, কোচ তার ব্যাটিং নিয়ে খুশি। মিডল-অর্ডারের ব্যাটারদের অনুশীলনে বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন-আপ তেমন শক্তিশালী নয়, তাই ভারতীয় দল নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে পারে। কুলদীপ যাদব দুর্দান্ত ফর্মে আছেন এবং শেষ দুটি ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি এখন নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী এবং ব্যাটারদের আগেভাগে পড়তে পারছেন। কোচ ও দলের জন্য এটি স্বস্তির খবর। এই ম্যাচে ভারতের লক্ষ্য হবে বেঞ্চ শক্তি পরীক্ষা করা ও টুর্নামেন্টে আত্মবিশ্বাস ধরে রাখা।