আন্তর্জাতিক ক্রিকেট

ASIA CUP 2025: এশিয়া কাপ মাঝপথে দেশে ফিরলেন ডুনিথ ওয়েল্লালাগে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার অলরাউন্ডার ডুনিথ ওয়েল্লালাগে হঠাৎই দেশে ফিরলেন। বৃহস্পতিবার রাতে তাঁর পিতা সুরঙ্গা ওয়েল্লালাগের মৃত্যু হয়। একই দিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ ‘বি’ ম্যাচ খেলেছিলেন এই তরুণ তারকা। ম্যাচ শেষ হওয়ার পরই পিতার মৃত্যুসংবাদ পান তিনি।
ওয়েল্লালাগে তড়িঘড়ি করে কলম্বোর উদ্দেশে বিমানে চড়েন। শোকের আবহে তিনি আবারও এশিয়া কাপে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার সুপার ফোর ম্যাচ রয়েছে, তবে ওয়েল্লালাগে মাঠে নামবেন কি না তা নিয়ে দলীয় সূত্রে কিছু জানানো হয়নি।
মাত্র ২২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন ওয়েল্লালাগে। তাঁর হঠাৎ দেশ ফেরা শ্রীলঙ্কা দলের পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version