আন্তর্জাতিক ক্রিকেট
ট্রফিই পাখির চোখ, জানালেন হরমনপ্রীত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ভারতের মহিলা দল। এরপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মাত্র একটা ধাপ, আর সেটা পেরোলেই দেশের মাটিতে বিশ্বকাপ জয়। এখন সেই ট্রফি হয়েছে গোটা দলের পাখির চোখ এমনটাই জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা ম্যাচ জুড়ে দুরন্ত পারফরম্যান্স দেখা যায় ভারতের। রান তাড়া করার ইতিহাসের অন্যতম বড় রান তাড়া করে এদিন জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু এখনই কোনরকম উচ্ছ্বাসে ভেসে গাফিলতি করতে চাইছেন না অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচ শেষের সাক্ষাৎকারে তিনি জানান, “আজ আমরা নিঃসন্দেহে দারুন খেলেছি। কিন্তু আর একটা ম্যাচ বাকি। এখন সেটা নিয়ে ভাবতে হবে। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার যে আনন্দ তা আমরা সমর্থকদের দিতে চাই। ফাইনালে নিজেদের সেরাটা দেব।” বলাই বাহুল্য বিশ্বকাপ ট্রফিকে পাখির চোখ করে প্রস্তুত হচ্ছে ভারত। সতীর্থ জেমাইমা রদ্রিগেজের ভূয়সী প্রশংসা করেন হরমনপ্রীত। “ও বরাবরই হিসেব করে খেলে, আজকেও তার অন্যথা হয়নি। কটা বল বাকি কত রান করতে হবে সবকিছু হিসেব করছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল কোন গণিতজ্ঞের সাথে ব্যাট করতে নেমেছি।  তবে আজকে ওর পারফরম্যান্স ছিল অনবদ্য।”
প্রসঙ্গত এবারের বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে ৬২ রান তুলতে পারেনি ভারত। সেদিন ধেয়ে এসেছিল তীব্র সমালোচনা। তবে সেদিনের সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন অধিনায়ক এমনটাই জানিয়েছেন তিনি। “ইংল্যান্ড ম্যাচ থেকে আমরা একটা কথা শিখেছিলাম যে ঝুঁকি নিতে হবে। অস্ট্রেলিয়ার রান অনেক বেশি ছিল। বড় রান তাড়া করতে গেলে ব্যাট চালিয়ে খেলতে হয়। তাই এবারে আমরা অনেক সময় ঝুঁকি নিয়েছি। দুজন দুজনের উপর বিশ্বাস রেখে খেলে গেছি শুধু।” এদিন কোচকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক। বোঝাই যায় দুজনের মিলিত চেষ্টায় ভারতের এই বড় জয় এসেছে। আর এখন অপেক্ষা শুধু একটা ম্যাচের। হয়তো তারপরেই মহিলা ক্রিকেটের নতুন ইতিহাস লিখবে ভারত।
