আন্তর্জাতিক ক্রিকেট
শচীন-বিরাটের তুলনা প্রসঙ্গে মুখ খুললেন গাভাস্কার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছে বিরাট কোহলির প্রশংসার ঝড়। আর তার পাশাপাশি আবার শুরু হয়েছে ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার তুলনা। আর এবার এই তুলনা প্রসঙ্গে মুখ খুললেন ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। স্পষ্ট জানালেন এই তুলনা ছেলেমানুষি ছাড়া আর কিছুই নয়।
একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাভাস্কার। সেখানে শচীন এবং বিরাটের তুলনা টানা হলে তিনি জানান, “দুটো যুগের তুলনা করা সম্পূর্ণ বোকামি। কারণ দুটো ক্ষেত্রে পিচ আলাদা খেলার পরিবেশ আলাদা এমন কি প্রতিপক্ষ আলাদা। তাই দুজন মানুষকে এরকম ভাবে তুলনা করা যায় না। তবে এটা হয়তো আমাদের দেশেরই দুর্বলতা। ভৌগলিক সীমানা পরিবর্তন হলে কিন্তু এই তুলনা দেখা যায় না। কাউকে বলতে শুনেছেন রিকি পন্টিং আর গ্রেগ চ্যাপেল এর মধ্যে কে বেশি ভালো? প্রত্যেকটা খেলোয়াড় যেরকম তাকে সেরকম ভাবেই মেনে নেওয়া উচিত।”
প্রসঙ্গত ওডিআই সেঞ্চুরি নিরিখে শচীনকে ছাপিয়ে গেছেন বিরাট। শচীনের মোট ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে, ৪৯ টি ওডিআই এবং ৫১ টি টেস্ট সেঞ্চুরি রয়েছে। মোট রান ৩৪,৩৫৭। অন্যদিকে বিরাটের মোট ৮২ সেঞ্চুরির মধ্যে, ৫১ টি ওডিআই, ৩০ টি টেস্ট, এবং ১ টি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে। এখনো পর্যন্ত করা তার মোট রান ২৭,৫০৩।