রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটামুটিভাবে ভালোই শুরু করেছে ভারত। প্রথমে বাংলাদেশ এবং তারপর পাকিস্তান দুটি দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছেন রোহিত শর্মারা। আগামী ২ মার্চ গ্রুপ স্টেজের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে তার আগে ভারতীয় শিবিরের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। শোনা যাচ্ছে, চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নাও নামতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের সময় বেশ কিছুটা অস্বস্তিতে ছিলেন ভারতের অধিনায়ক। এমনকি অনেকটা সময়ের জন্য মাঠেও ছিলেন না তিনি। হ্যামস্ট্রিং চোটের সমস্যায় ভুগছিলেন তখনই। তবে দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সঙ্গেই ওপেন করতে দেখা যায় হিটম্যানকে। কিন্তু দীর্ঘ দু’দিন বিরতির পর বুধবার অনুশীলনে যখন নামল ভারতীয় দল, তখন দেখা গেল ব্যাট করতে নেটে আসেননি অধিনায়ক নিজেই। যদিও তখন ভিতরেই ছিলেন রোহিত এবং কিছু সময় পর ফিজিওথেরাপিস্ট আর স্ট্রেন্থ কন্ডিশনিং কোচের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন তিনি।
প্রসঙ্গত নিউজিল্যান্ড ম্যাচের ঠিক একদিন বাদেই ভারত সেমিফাইনাল খেলতে নামবে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি রোহিত শর্মা মাঠের নাও নামেন, সেক্ষেত্রে বিশেষ কোনও ক্ষতির সম্মুখীন হতে হবে না ভারতকে। কারণ, ইতিমধ্যেই সেমিফাইনালের জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু অন্যদিকে মঙ্গলবার রোহিত শর্মার মাঠে উপস্থিত হওয়াটা একান্তই প্রয়োজনীয়। এখনও পর্যন্ত এটাও জানা যায়নি সেমিফাইনালে কার মুখোমুখি হবে ভারত। এই পরিস্থিতিতে রোহিত শর্মার বিকল্প হিসেবে দলে উঠে এসেছে দুটি নাম। ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। দুজনকে এদিন দেখা গেল অনুশীলনে ঘাম ঝরাতে। তবে সবথেকে বেশি চিন্তার বিষয় যদি রোহিত শর্মা সত্যিই মাঠে নামতে না পারেন, তাহলে ভারতের হয়ে ওপেনিং জুটিতে নামবেন কে কে? নিঃসন্দেহে কেএল রাহুল ওপেনিংয়ে নামতে পারেন শুভমন গিলের সঙ্গে, কিন্তু সেক্ষেত্রে বিঘ্ন ঘটবে ভারতের মিডিল অর্ডারে। এখনও এই প্রসঙ্গে মুখ খোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন দেখার কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের মাঠে নামতে পারেন ভারত অধিনায়ক।