আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কেন সরে দাঁড়ালেন? নিজেই মুখ খুললেন স্টার্ক। বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ক্রিকেট দুনিয়ায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট আটটি দল অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায়। কিন্তু অদ্ভুতভাবে অস্ট্রেলিয়ায় একাধিক নাম করা ক্রিকেটারই সরে দাঁড়িয়েছেন এই প্রতিযোগিতা থেকে। এর মধ্যে অন্যতম হলেন মিচেল স্টার্ক। যার এই সিদ্ধান্ত বেশ কিছুটা বিতর্ক তৈরি করেছিল ক্রিকেট মহলে। এবার সেই প্রসঙ্গেই সরাসরি মুখ খুললেন তিনি নিজে।

মূলত গোড়ালির চোটের কারণেই প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নিয়েছেন স্টার্ক। তবে শুধুমাত্র চোট নয় পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত কারণও ছিল তাঁর এমনটাই শোনা যাচ্ছিল। এবার সেই বিষয়টাই স্পষ্ট করে তিনি জানালেন, “শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলার সময় আমার পায়ে বেশ ব্যথা ছিল। সামনেই দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। আমার মনে হয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। সামনেই আইপিএল। তবে আপাতত আমি বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বাইরে কিছু ভাবছি না।”

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড যখন ঘোষণা করা হয়, তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণেই নিজের নাম সরিয়ে নিয়েছেন স্টার্ক। তাঁর এই সিদ্ধান্তে বোর্ড এবং দল সম্পূর্ণ সহমত। আপাতত তাঁর বক্তব্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলার জন্যই নিজেকে পুরোপুরিভাবে তৈরি করে নিতে চাইছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। প্রসঙ্গত জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের মত বড় বড় খেলোয়াড়রা না থাকায় অস্ট্রেলিয়াকে আপাতভাবে দুর্বল মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে। তবে তরুণ বোলারদের নিয়েও যদি শুক্রবার আফগানিস্তানকে হারাতে পারে অস্ট্রেলিয়া তাহলে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version