আন্তর্জাতিক ক্রিকেট
ASIA CUP 2025: ফাইনালের আগে ভারতকে ‘হুমকি’ পাকিস্তান পেসারের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। একই প্রতিযোগিতায় এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। গত দু’বারের সাক্ষাৎকারে দু’বারই জয় পেয়েছে ভারত। তবে তৃতীয়বার এবং গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে নামার আগে আবারও ভারতকে হুমকি দিল পাকিস্তান। যদিও গত দু’বারও হুমকি দিয়ে শেষে ভারতের কাছে হেরে মাঠ ছেড়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের নামার আগে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল হাতে দারুন পারফরম্যান্স করেছিলেন পাকিস্তানের তথাকথিত ‘প্রাইম ফাস্ট বোলার’ শাহীন শাহ আফ্রিদি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। স্বাভাবিকভাবেই যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন বাঁ-হাতি এই পেসার। রবিবারের ম্যাচের আগে শাহীন বলেন, “আমরা তৈরি ভারতের বিরুদ্ধে খেলার জন্য”। পাশাপাশি পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা বলেন, “আমরা যে কোনও দলকে হারাতে পারি। রবিবার সেই চেষ্টাই করব”।