আন্তর্জাতিক ক্রিকেট
ASIA CUP 2025: সূর্যকে রাজনৈতিক মন্তব্য করতে ‘মানা’ আইসিসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। তবে সেই ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে সতর্ক করা হল আইসিসির তরফে। প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করেছিলেন সূর্য। পাশাপাশি ভারতীয় সেনা বাহিনীর বীরত্বের প্রশংসাও করেছিলেন তিনি। যেই কারণে সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। কিন্তু এবারে সূর্যকে কোনরকমের রাজনৈতিক মন্তব্য করা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে আইসিসি। যা খবর তাতে পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি ধার্য করেছিল আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন সূর্য। আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হলেও, এখনও সূর্যকুমার যাদবের বিরুদ্ধে সরকারিভাবে কোনও শাস্তি ঘোষণা করেননি রিচার্ডসন।