আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে ফিরলেন এই তারকা পেসার। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচে ৫ উইকেটে ভারতকে হারিয়ে, এই মুহূর্তে সিরিজে চালকের আসনে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে হতে বাকি ছয় দিন। তার আগে ১৫ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। এবারে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে কিছুটা স্বস্তি ইংল্যান্ড শিবিরে। চোট সরিয়ে এজবাস্টনের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তারকা জোরে বোলার জফ্রা আর্চার। আর্চারের দলে ফেরায়, স্বাভাবিকভাবেই শক্তি বাড়ল ইংল্যান্ড শিবিরে। ২০২১ সালে ভারতের বিরুদ্ধেই শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার। তার পরে চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। আইপিএলে প্রত্যাবর্তনের পরে সেখানেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। এবারে দেখার দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ পান কিনা জফ্রা আর্চার।