আন্তর্জাতিক ক্রিকেট
ICC CT 2025: বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন শুধু ম্যাচ জেতাই ভারতের কাছে শেষ কথা নয়। বরং চির প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচে সবথেকে বেশি চোখ থাকে যার দিকে তিনি হলেন বিরাট কোহলি। দীর্ঘ সময় তাঁর ব্যাট চুপ ছিল। উঠেছিল সমালোচনার ঝড়ও। অনেকেই বলেছিলেন অবসর নেওয়ার সময় তাহলে এসেই পড়েছে। রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সেই সমালোচকদের উদ্দেশ্যে একটাই বার্তা পাঠালেন বিরাট। এখনও ফুরিয়ে যাননি তিনি। আর তার এই কামব্যাক চমকে দিয়েছে কিংবদন্তি ক্রিকেটারদেরও। সোশ্যাল মিডিয়ায় বিরাট-এর উদ্দেশ্যে বার্তা পাঠালেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।
ভারতের কিংবদন্তির শচীন টেন্ডুলকার এদিন টুইটে লিখলেন, “বহু প্রতীক্ষিত ম্যাচের বহু কাঙ্খিত সমাপ্তি। টিম ইন্ডিয়া অসাধারণ তোমরা। বিরাট কোহলি শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল দারুণ। অন্যদিকে অনবদ্য হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব।” ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী সেখানেই লিখলেন, “ভারতের থেকে জয় আশাই করেছিলাম। ব্যাটে বলে গোটা দল অনবদ্য। আইয়ার, কোহলি, গিল এবং গোটা বোলিং ইউনিট অসামান্য।” ম্যাচের আগেই বিরাট কোহলি যে ফর্মে ফিরবেন সেকথা বলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। প্রায় ছত্রে ছত্রে মিলে গেল সেই ভবিষ্যদ্বাণী। তিনি লিখলেন, “আমরা আবার দেখলাম বিরাট কোহলিকে যদি বলা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে ও পুরোপুরি তৈরি হয়ে আসবে এবং সেঞ্চুরি করবে। একজন সুপারস্টার এর থেকে কিছু কম নয়, এমনকি বর্তমান ক্রিকেটের লেজেন্ড বললেও বোধহয় কম বলা হবে। ওর সততাকে আমি শ্রদ্ধা করি আর তাই আমি ওর জন্য ভীষণ খুশি। আজ ১৪,০০০ রানের গণ্ডি ছুঁল ও। আশা রাখি খুব তাড়াতাড়ি ১০০ সেঞ্চুরির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে। আমি সত্যি চাই ও জীবনে সব পাক। আজ যেভাবে একটা নিখুঁত ইনিংস উপহার দিল বিরাট তাতে ও সবকিছুর দাবিদার।” পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন রিজওয়ানও প্রশংসা করেছেন বিরাটের। তিনি বলেন, “আমি ওর পরিশ্রম দেখে অবাক। যখন গোটা পৃথিবী বলছে ও ফর্মে নেই সেই মুহূর্তে বড় ম্যাচে এসে দুরন্ত ইনিংস খেলা, যেটার জন্য সবাই অপেক্ষা করছিল, পাশাপাশি ম্যাচ জেতা, ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, ঠিক কতটা পরিশ্রম করলে এত কিছু একসাথে করা যায়? আর ওর ফিটনেস লেভেল আলাদা। আমরা গোটা দল মিলে চেষ্টা করেছি ওকে আউট করতে। পারিনি। এর একটাই অর্থ ও আগে থেকেই নিজেকে তৈরি করে নেমেছিল।”
গোটা দেশের কাছে পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে রবিবার যেন গোটা ভারত অপেক্ষা করছিল জেতার পাশাপাশি বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি দেখার। আর মানতেই হবে গোটা দেশকে মোটেই হতাশ করেননি ভারতের রানমেশিন।