আন্তর্জাতিক ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত হল ১৫ জন সদস্যের ভারতীয় দল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শীঘ্রই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলতে নামবে ভারত। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুন পারফরম্যান্স করেছিল শুভমন গিলের তত্ত্বাবধানে ভারতীয় দল। এবারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত হলো ভারতীয় দল। এই টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি ৭ বছর পর ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়া করুন নায়ারের। ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও, নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন করুন। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। অপরদিকে ইংল্যান্ড সিরিজে অভিষেকের পর, খুব একটা ভালো পারফরম্যান্স করেননি সাই সুদর্শনও। তবে তরুণ সাইয়ের উপর ভরসা রয়েছে ম্যানেজমেন্টের। দীর্ঘদিন বাদে টেস্ট দলে ফিরলেন অক্ষর প্যাটেল। অন্যদিকে চোটের জন্য এই সিরিজে নেই আকাশদীপ। পন্থের অনুপস্থিতিতে কিপার হিসাবে প্রথম পছন্দ ধ্রুব জুড়েল হলেও, পরিবর্ত কিপার হিসাবে দলে জায়গা পেয়েছেন নারায়ণ জগদীশন। এছাড়া ১৫ জন সদস্যের ভারতীয় দল হলো,
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, নারায়ণ জগদীশন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।