আইপিএল

IPL 2025: ম্যাচ হারের পর পন্থের যুক্তিতে অখুশি সহকারী কোচ লান্স ক্লুজনার। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯ রান করে লখনউ সুপারজায়ান্টস। তবে আশুতোষ শর্মার ৩১ বলে ৬৬ রানের জেরে জয় পায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সহকারী কোচ লান্স ক্লুজনার এবং অধিনায়ক ঋষভ পন্থ দু’রকম কথা বললেন। দল যথেষ্ট রান করেছিল বলে পন্থ মনে করলেও সেই কথা মানতে নারাজ ক্লুজ়নার।

ম্যাচ হারের পর লখনউ অধিনায়ক ঋষভ পন্থ বলেন, “আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং এই উইকেট অনুযায়ী যথেষ্ট রানও তুলেছে”।কিন্তু পন্থের এই বক্তব্যের সঙ্গে সহমত নন ক্লুজনার। তিনি বলেন, “হারের কারণ হিসেবে বলতে হলে আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। সেই কারণেই হয়ত আমাদের বোলাররা একটু চাপে পরে গেছিল”। তবে দিল্লির প্রশংসা করে ক্লুজনার জানান, “দিল্লি ভাল ব্যাট করেছে। আমরা যথেষ্ট রান করিনি বলেই ওর জয়ের কথা ভাবতে পেরেছে। উইকেটও খুব ভাল ছিল এবং সেখানে যথেষ্ট বল স্পিনও করছিল”। লখনউয়ের পরবর্তী ম্যাচ শক্তিশালী হায়দ্রাবাদের বিরুদ্ধে। ফলে সেই ম্যাচে নামার আগে কিছুটা চাপে থাকবে ঋষভ পন্থের দল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version