আন্তর্জাতিক ক্রিকেট
ASIA CUP 2025: বাংলাদেশের বিরুদ্ধে দলে পরিবর্তনের পথে ভারত? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। জয় পেলেই ফাইনালের টিকিট পাকা হবে সূর্যাকুমার যাদবদের। দুই দলের শক্তির বিচারে দেখতে গেলে, বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে, জশপ্রীত বুমরাহর ফর্ম ভুগুয়েছিল ভারতকে। ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি বুমরাহ। যেহেতু ভারতীয় বোলিং অত্যন্ত শক্তিশালী, তাই কুলদীপ যাদব, শিবম দুবেরা সেই জায়গায় দারুন পারফরম্যান্স করেছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কি কোনও বাড়তি পরীক্ষার পথে হাঁটবে ভারত? যদিও সেই সম্ভাবনা কম। যা খবর তাতে পাকিস্তান ম্যাচে যে দল খেলেছিল সেটাই থাকবে বাংলাদেশের বিরুদ্ধেও। দুবাইয়ে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আর ভারতীয় স্পিনাররা ধারাবাহিকভাবে ভাল বোলিং করে যাচ্ছেন। অপরদিকে অভিষেক শর্মা, শুভমান গিলদের ব্যাটিং বিস্ফোরণ। কিন্তু ব্যাটিং বোলিংয়ের ঊর্ধেও যেই সমস্যাটা সব থেকে বেশি ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে, সেটা হল দলের ফিল্ডিং। পাকিস্তান ম্যাচে চার-চারটে ক্যাচ মিস হয়েছে। ফলে এই সকল সমস্যার সমাধান করেই বাংলাদেশের বিরুদ্ধে নামতে হবে ভারতকে।