আন্তর্জাতিক ক্রিকেট
কোচের ভূমিকায় সৌরভ, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এখন পালন করবেন কোচের দায়িত্ব। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জনাথন ট্রটের উত্তরসূরী হয়ে এবার প্রিটোরিয়া ক্যাপিটালস এর কোচ হতে চলেছেন সৌরভ।
ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এই খবরে সিলমোহর লাগানো হয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, “রাজকুমার আসছে এবার রাজত্ব সামলাতে। আমরা ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি সৌরভ গাঙ্গুলী হতে চলেছেন আমাদের দলের নতুন কোচ।” প্রাক্তন বিসিসআই প্রেসিডেন্টের এই প্রথম হেড কোচের দায়িত্ব পালন করার পালা।
প্রসঙ্গত এর আগে আইপিএলের দিল্লি ক্যাপিটালস এর মেন্টর হিসেবে দেখা গেছে সৌরভকে। ২০১৯ এ এই দায়িত্ব গ্রহণ করলেও কিছু সময়ের মধ্যেই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি। তবে কোচ হিসেবে তার নতুন যাত্রা শুরু প্রিটোরিয়ার হাত ধরে। সামনেই চ্যালেঞ্জ এসএটোয়েন্টি। নিজের ক্রিকেট জীবনের অন্যতম সফল অধিনায়ক কোচ হিসেবে ক্রিকেটে কতখানি ছাপ ফেলতে পারবেন তা বলবে সময়।