আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: নিজের ব্যাটিং পজিশন ভুলতে বসেছেন কেএল রাহুল। বিস্তারিত পড়ুন… 

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওপেনার হিসেবে নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন কেএল রাহুল। তবে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর, একাধিকবার ব্যাটিং পজিশন বদলাতে হয়েছে তাঁকে। দলের স্বার্থে কখনও ওপেনার হিসেবে, আবার কখনও নিচের দিকেও ব্যাটিং করতে দেখা গেছে রাহুলকে। তবে যেখানেই খেলেছেন নিজের শেরাটুকু দেওয়ার চেষ্টা সব সময় করে গেছেন তিনি। ইতিমধ্যে চলছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। লিডসে আয়োজিত হয়েছে প্রথম টেস্ট ম্যাচটি। সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন কেএল রাহুল। ২৪৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আইপিএলেও একাধিকবার তার ব্যাটিং পজিশনে বদল চোখে পড়েছে। এবারে সেই প্রসঙ্গে মুখ খুললেন রাহুল নিজেই। রাহুল জানিয়েছেন নিজের ব্যাটিং পজিশনটাই ভুলতে বসেছিলেন তিনি। তবুও দলের স্বার্থে বড় রান করে দলকে এগিয়ে নিয়ে যেতে চান রাহুল। তিনি বলেন, “গত ২ বছরে আমি কোন পজিশনে খেলতে স্বচ্ছন্দ বোধ করি এবং আমার ব্যাটিং অর্ডারটাই বা কি, সেটা আমি ভুলেই গেছি। তবে এইযে আমায় বিভিন্ন সময় বিভিন্ন আলাদা দায়িত্ব দেওয়া হচ্ছে, তার জন্য আমি যথেষ্ট খুশি। বিষয়টাকে আমি উপভোগ করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version