আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: কাজে এল না বেন ডাকেটের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘অ্যাসেজে’ জয়ী অস্ট্রেলিয়া…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমেই ব্যাট করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ৩৫১ রান তোলে ইংল্যান্ড। দারুণ ব্যাটিং করেন বেন ডাকেট। নিজের ব্যক্তিগত সর্বাধিক ১৬৫ রানের ইনিংস খেলেন তিনি। পাশাপাশি তিনি ভেঙেছেন নিউজিল্যান্ডের নেথান অ্যাস্টলের ১৪৫ রানের রেকর্ডও। তবুও জয় পায় নি ইংল্যান্ড। বোলারদের ভুলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। জশ ইংলিস একাই করলেন ১২০ রান। পাশাপাশি লাবুশেন করেন ৪৭ এবং অ্যালেক্স ক্যারি করেছেন ৬৯ রান। কিছুটা সাহায্য করেছেন গ্লেন ম্যাক্সওয়েলও। 

রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন অজি ওপেনার ম্যাথু শর্ট। তিনি করেন ৬৩ রান। অপরদিকে কম রানেই উইকেট খোয়ান ট্রাভিস হেড এবং অধিনায়ক স্টিভ স্মিথ। তবে ম্যাচের হল ধরে ফেলেন লাবুশেন। ৪৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। অপরদিকে ৮৬ বলে ১২০ রানের ইনিংস খেলে জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি চাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে জেতালেন জশ ইংলিস। শেষে ক্যারির উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও চাপে পরে গেছিল। তবে ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন ম্যাক্সওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version