ক্রিকেট
মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলবেন না পৃথ্বী শ। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একটা সময় ভারতের দ্বিতীয় শচীন টেন্ডুলকর বলা হতো এই ব্যক্তিকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। কিন্তু নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটের অন্যতম উদীয়মান ক্রিকেটার পৃথ্বী শ। এমনকি তাঁর সতীর্থ শুভমান গিল এখন ভারতের টেস্ট দলের অধিনায়ক। এছাড়াও ভারতীয় ক্রিকেট থেকে অনেকটাই দূরেও সরে গিয়েছেন পৃথ্বী। চলতি মরশুম আইপিএলেও কোনও দল পাননি তিনি। তার আগে বাদ পড়েছিলেন মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল থেকেও। তবে যা শোনা যাচ্ছে মুম্বইয়ের হয়ে আর ক্রিকেট খেলতে চাননি তিনি। এবারে অন্য কোনোও রাজ্যের হয়ে খেলতে চান তিনি। ইতিমধ্যে অন্য দু-তিনটি রাজ্য দলের থেকে প্রস্তাবও পেয়েছেন পৃথ্বী। যেই কারণে মুম্বই ক্রিকেট সংস্থার থেকে এনওসিও চেয়েছেন পৃথ্বী শ। সেই ছাড়পত্র পেলেই, কোন দলে তিনি যাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।