আইপিএল
IPL 2025: আইপিএলের প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দল না পাওয়া অলরাউন্ডারকে দলে নিল লখনউ সুপারজায়ান্টস…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস। সেই ম্যাচের আগে নিলামে দল না পাওয়া অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নিল সঞ্জীব গোয়েনকার দল। মাঠে নামার ৪৮ ঘণ্টা আগে মহসিন খানের পরিবর্ত হিসাবে শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে লখনউ।
বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ খেলবে লখনউ। এদিকে চোটের কারণে আইপিএলের ১৮তম সংস্করণে খেলা সম্ভব হয়নি মহসিন খানের। এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন তিনি। বিসিসিআই সূত্রের খবর, মাঠে নামতে এখনও পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে মহসিনের। সেই কারণেই বাড়তি ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি শার্দূল ঠাকুরকে সই করাল লখনউ সুপারজায়ান্টস। খবর, দলের সঙ্গেই বিশাখাপত্তনমে গিয়েছেন শার্দূল। দিল্লির বিরুদ্ধে শামার জোসেফের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন তিনি। এদিকে চোটের কারণে এখনও অনিশ্চিত জোরে বোলার ময়ঙ্ক যাদব। ফলে শার্দূল দলে যোগ দেওয়ায় বোলিংয়ের গভীরতা বৃদ্ধি পাবে তা বলাই যায়।