আন্তর্জাতিক ক্রিকেট

গম্ভীরকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণার পরেই ক্রিকেট মহলে উঠেছে একাধিক প্রশ্ন। একদিকে যখন এই দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার, অন্যদিকে তখনই শোনা যাচ্ছে বিসিসিআই আইয়ারকেই চাইছে ওডিআই দলের অধিনায়ক হিসেবে। এই অন্তর্দ্বন্দ্ব সামনে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা। আর এবার সরাসরি কোচ গৌতম গম্ভীর এর দিকে আঙুল তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ভারতের প্রাক্তন ওপেনার সদগোপ্পান রমেশ মনে করছেন দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও দলে শ্রেয়াস আইয়ারের জায়গা না পাওয়ার পিছনে রয়েছে কোচ গৌতম গম্ভীর এর আপত্তি। ২০২৫ আইপিএলে আইয়ার এর করা মোট রান ৬০৪, স্ট্রাইক রেট ১৭৪। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও ৩০০ এর বেশি রান করেছেন আইয়ার, স্ট্রাইক রেট ১৮৮। অথচ তারপরেও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি আইয়ারের। এই প্রসঙ্গে রমেশ বলেন, “আসলে গম্ভীর যে ক্রিকেটারদের পছন্দ করেন তাদের সবসময় দলে রাখতে চান। অন্যদিকে যাদের ও পছন্দ করে না তাদের একেবারেই দলে জায়গা দিতে চায় না। বিরাট কোহলি রবি শাস্ত্রীর জমানায় বিদেশের মাটিতে একাধিক ম্যাচ জিতছিল ভারত। তাই গম্ভীর আসার পরে নতুন করে কোন পরিবর্তন ঘটেনি। কিন্তু ইংল্যান্ডে গিলের অধিনায়কত্বে জেতা সিরিজকেই বারবার বড় পাওনা বলে দেখানো হচ্ছে।” পাশাপাশি এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় আইয়ারের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন রমেশ। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। “এখনো পর্যন্ত কোচ গম্ভীরের সব থেকে বড় পাওনা হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতা। আর সেই জেতার নেপথ্যেই রয়েছেন আইয়ার। অথচ সেই তাকেই দলে চাইছেন না গম্ভীর। এমনকি যেখানে জয়সওয়াল এর মত গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সব ফর্ম্যাটেই খেলা উচিত, সেখানে তাকে বসিয়ে রাখা অত্যন্ত বোকামি। আমি মনে করি কোন ক্রিকেটার যখন নিজের ফর্ম এবং আত্মবিশ্বাসের শীর্ষে থাকে তখনই তাকে দলে রাখা উচিত, যখন সে হারিয়ে যেতে বসেছে তখন নয়।”

যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো সরকারিভাবে নতুন অধিনায়কের বিষয়ে কিছুই জানানো হয়নি তবে এটা স্পষ্ট যে বোর্ডের সঙ্গে নির্বাচক কমিটির মতপার্থক্য ঘটছে। এখন দেখার এই মতপার্থক্যের জেরে শেষ পর্যন্ত কি ঝুলছে জাতীয় দলের ভাগ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version