আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে ছন্দে বদলের পথে ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচটি হেরে, এই মুহূর্তে সিরিজের ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। তবে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে নামার আগে চিন্তা ভারতীয় শিবিরে। হাঁটুতে চোট লাগার কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার নীতিস কুমার রেড্ডি। বিগত কয়েকটি টেস্ট ম্যাচে তিনজন অলরাউন্ডারকে নিয়ে খেলতে নেমেছিল ভারত। যেখানে ছিলেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি। যার ফলে বোলিংয়ের পাশাপাশি ৮ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের গভীরতাও ছিল ভারতের কাছে। তবে চতুর্থ টেস্ট ম্যাচের নামার আগে ছন্দে কিছুটা বদল আনতে হচ্ছে ভারতকে। এদিকে সিরিজে টিকে থাকতে হলে, ম্যানচেস্টার টেস্টটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই টেস্টে হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। এদিকে বিগত ৯ বছরে, এই ম্যানচেস্টারে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারত। ফলে নীতিশের না থাকাটা ভারতীয় দলের জন্যও একটা চিন্তার কারণ হবে, সেটা বলাই যায়।