আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট দ্বৈরথ। আর সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন জসপ্রীত বুমরাহ। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রান দিয়ে ৫টি উইকেট তুলেছেন তিনি। বলা ভালো ভারতের বোলিং বিভাগকে এক হাতে এগিয়ে নিয়ে চলেছেন বুমরাহ্। সেই সঙ্গেই এবারে নিজস্ব একটি মাইলফলকও গড়ে ফেললেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ১২ বার ৫টি উইকেট নেওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি কপিল দেবের নামের পাশে। এবারে সেই তালিকায় ঢুকে পড়লেন জসপ্রীত বুমরাহও। প্রথম টেস্টের এক ইনিংসে ৫টি উইকেট নিয়ে সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এছাড়াও সেই তালিকায় রয়েছেন অনিল কুম্বলে এবং ইশান্ত শর্মার মত ভারতীয় তারকারাও। ইনিংস শেষে বুমরাহ বলেন, “আমাদের ভাল ব্যাট করতে হবে। উইকেটে পেস রয়েছে। ফলে ম্যাচটি যথেষ্ট উপভোগ্য হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version