আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: ক্যাচ মিসের খেসারত দিতে হল ভারতকে। পাল্টা লড়াইয়ে ইংল্যান্ড। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ৩ উইকেট খুঁইয়ে ভারতের রান যখন ছিল ৪৩০, সেই সময় মনে হচ্ছিল আরও বড় রানের দিকেই এগিয়ে যাচ্ছে শুভমান গিল, ঋষভ পন্থরা। কিন্তু এটাই যে টেস্ট ক্রিকেট সেটাই আবারও প্রমাণিত হলো। ৪৩০-৩ থেকে ৪৭১ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। শুভমান গিল (১৪৭), ঋষভ পন্থ (১৩৪) আউট হওয়ার পর, শেষের দিকে মাত্র ৪১ রানে ৭ উইকেট খুঁইয়েছে ভারতীয় দল। এদিকে দীর্ঘ ৮ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করে অবশেষে ব্যর্থ হয়েই ফিরলেন করুন নায়ার। শেষের দিকে পরপর উইকেট খুইয়েছেন বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুররা।
জবাবে বল করতে এসে দারুন শুরু করে ভারত। প্রথম ওভারেই ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলির উইকেট তুলে নেন জশপ্রীত বুমরাহ। তবে ভারতকে সবথেকে বেশি ভুগতে হয়েছে তাদের ক্যাচ মিস করার জন্য। বেন ডাকেটের সহজ ক্যাচ ফোসকেছেন রবীন্দ্র জাদেজা। তিনিই অবশেষে খেলে যান ৬২ রানের ইনিংস। অবশেষে সেই জশপ্রীত বুমরাহর বলে নিজের উইকেট খোয়ান তিনি। অলি পোপেরও ক্যাচ ফোস্কেছেন যশস্বী জয়সওয়াল। ১০০ রানে এখনও ব্যাট করছেন তিনি। এদিকে নিজের কাজ করে চলেছিলেন সেই জশপ্রীত বুমরাহ। ২৮ রানের মাথায় জো রুটের উইকেট নেন তিনি। তিনি ছাড়া আর আর কোনও ভারতীয় বোলারই সেভাগে দাগ কাটতে পারেননি। দিনের শেষে ৩ উইকেট খুঁইয়ে ২০৯ রানে ভারত।