আন্তর্জাতিক ক্রিকেট
সাংবাদিক সম্মেলনে আপত্তি পাকিস্তানের, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে নামবে পাকিস্তান। কিন্তু ম্যাচের আগেই নতুন করে বিতর্ক উসকে দিল পিসিবি। শনিবারের প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এলেনই না পাকিস্তানের কোন প্রতিনিধি।
এই মরশুমের এশিয়া কাপে এখনো পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। আর সেই ম্যাচ ঘিরেই শুরু হয়েছিল তুমুল বিতর্ক। এমনকি ম্যাচ রেফারিকে নিশানা করা হয়েছিল পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যদিও পাকিস্তানের সমস্ত আবেদন খারিজ করে দিয়ে অ্যান্ডি পাইক্রফ্টকেই এই রবিবারও ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যেতে চলেছে। অন্যদিকে এর আগেও একাধিকবার সাংবাদিক সম্মেলন থেকে নিজেদের বিরত রেখেছে পাকিস্তান। সুপার ফোরে পৌঁছানোর জন্য আরবের বিরুদ্ধে পাকিস্তানের মরণ বাঁচন ম্যাচের আগেও কোনরকম সাংবাদিক সম্মেলন করেননি সালমান আঘারা। যদিও শনিবার কেন সাংবাদিক সম্মেলন করা হবে না সেই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর এদিন সাংবাদিক সম্মেলন করবেন না ভারতের ক্রিকেটাররাও।
প্রসঙ্গত সুপার ফোরে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। এখন দেখার রবিবার ম্যাচের শেষে কোন দল জয়ের হাসি হাসে।