আন্তর্জাতিক ক্রিকেট

ASIA CUP 2025: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দেশবাসীকে আশ্বস্ত করছেন অধিনায়ক সূর্যকুমার। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তবে এই ম্যাচে নামার আগে প্রায় ১৪০ কোটি ভারতবাসীকে, আশ্বস্ত করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”আশা করি রবিবার ভারতীয়রা ম্যাচটা দারুনভাবে উপভোগ করবেন। রবিবার হওয়ার কারণে অনেক বেশি মানুষ ম্যাচটা দেখবে। আমরা ঐদিন প্রতিদিনের মতোই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

রবিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সূর্যাকুমার। পাকিস্তানের নাম না করে তিনি বলেন,”আমি মনে করি এই প্রতিযোগিতায় নামার আগে থেকেই আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছিল। তবে রবিবার একটা নতুন ম্যাচ। তাই পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা জিতলেও সেটা আমাদের একেবারেই বাড়তি সুবিধা দেবে না। আমাদের একেবারে শুরু থেকেই ভাল খেলতে হবে এবং যে দল ভাল খেলবে তারাই জিতবে।”

পাশাপাশি সূর্য তাঁর সতীর্থদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলছেন,”আমি ওদের বলব, যে নিজেদের ঘরে যাও ফোনটা বন্ধ রাখো এবং ঘুমাও। আর আমরা এসব নিয়ে বাড়তি ভাবিও না। এখনও পর্যন্ত আমরা তিনটে ম্যাচ খেলেছি এবং সেগুলো জিতে খুব ভাল লেগেছে। আজকেও আমরা খুব মজা করেছি, এবং শেষ ম্যাচ (পাকিস্তান) জিতেও সমান আনন্দ পেয়েছিলাম। আর আমি আশা করব দেশবাসী আমাদের এভাবেই সমর্থন করে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version