আন্তর্জাতিক ক্রিকেট
বড় চমক বিসিসিআইয়ের, কে হবেন নতুন সভাপতি? বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফের বড় চমক ভারতীয় ক্রিকেটে। বিসিসিআই সভাপতি পদে বসতে চলেছেন এমন এক ক্রিকেটার যিনি অত্যন্ত স্বল্প পরিচিতই শুধু নয়, পাশাপাশি কখনোই আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে মাঠে নামেননি। দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহসের নাম এবার উঠে এলো বিসিসিআই সভাপতি হিসেবে। শোনা যাচ্ছে সব কিছু পরিকল্পনামাফিক চললে খুব তাড়াতাড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসতে চলেছেন মিঠুন।
প্রসঙ্গত বিসিসিআই সভাপতি পদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ রবিবার। আর নির্বাচনী ভোটের তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর। যদিও ২০১৯ সাল থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন বিসিসিআই প্রেসিডেন্ট। তাই মনে করা হচ্ছে এবারেও সেই ধারা অব্যাহতই থাকতে চলেছে। তবে এবারে বোর্ডের দৃষ্টিভঙ্গিতে এসেছে বড় বদল। এতদিন পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারদেরকেই বিসিসিআই সভাপতি হিসেবে বেছে নিয়েছে বোর্ড। সৌরভ গাঙ্গুলী থেকে রজার বিনি, প্রত্যেকেই ক্রিকেট মাঠের অত্যন্ত পরিচিত নাম। কিন্তু সেখানেই এবারে উঠে এলো মিঠুন মানহসের নাম। ক্রিকেটার অভিজ্ঞতার পাশাপাশি তার রয়েছে বেশ কিছু আধিকারিক পদের অভিজ্ঞতাও। এর আগে জম্মু-কাশ্মীর দলের আধিকারিকের পদে ছিলেন মিঠুন। বিসিসিআই এজিএমএ সংশ্লিষ্ট রাজ্যের হয়ে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে তিনি এক নির্ভরযোগ্য নাম। দিল্লিকে মিডিল অর্ডারে একাধিকবার ভরসা জোগালেও সৌরভ গাঙ্গুলী শচীন টেন্ডুলকার ভিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড়দের ভিড়ে কখনো জাতীয় দলে জায়গা পাননি মিঠুন। ২০০৭-০৮ এর রঞ্জি ট্রফিতে তার অধিনায়কত্বের দিল্লি সেরার শিরোপা অর্জন করেছিল। সেই মসুমে তার মোট রান ছিল ৯২১, গড় ৫৭.৫৬। এমনকি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস্ পুনে সুপারজায়েন্টস এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলতেও দেখা গেছে তাকে।
চেনা ছকের বাইরে বেরিয়ে এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে একটা বড় বদল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। তবে এখন দেখার আগামী দিনে এই পদক্ষেপ ভারতকে কতটা এগিয়ে নিয়ে যায়।