আন্তর্জাতিক ক্রিকেট
অবসর রোহিতের? কে হতে পারে নতুন অধিনায়ক? বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটের। এশিয়া কাপের দল ঘোষণা থেকে সেই যে শুরু হয়েছে সমালোচনার ঝড়, তা যেন থামতেই চাইছে না। আর এবার তার উপর বড় চমক এলো ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। একদিকে যখন অজিত আগারকারের নির্বাচন কমিটি এশিয়া কাপের দলে সহ অধিনায়কের ভূমিকায় বসিয়েছে শুভমন গিলকে এবং আগামী দিনে তিনটি ক্রিকেট ফরম্যাটেই গিলকে অধিনায়ক হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে তখনই এই সিদ্ধান্ত সমর্থন করছে না বিসিসিআই। সূত্রের খবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য উঠে আসছে নতুন নাম। যদিও এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোন ঘোষণা করা হয়নি, ওডিআই ক্রিকেটের অধিনায়ক হিসেবে বেছে নিতে চাইছে বিসিসিআই। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এমনটাই জানা যাচ্ছে।
মজার বিষয় হল ১৫ সদস্যের এশিয়া কাপের দলে জায়গা পাননি আইয়ার। কিন্তু এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অনবদ্য পারফরমেন্স নিঃসন্দেহে তাকে এগিয়ে রাখছে অনেকটাই। বর্ষীয়ান এই ক্রিকেটার ৫ ম্যাচে মোট ২৪৩ রান করে ভারতকে পৌঁছে দিয়েছিলেন জয়ের দোরগোড়ায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ ম্যাচ খেলে তার করা রান সংখ্যা ২৮৪৫, গড় ৪৮.২২। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরিও। তবে নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত ফের জল্পনা উসকে দিচ্ছে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন রোহিত এবং বিরাট। তাহলে কি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর পালা? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট দুনিয়ায়। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অক্টোবর মাসে একদিনের আন্তর্জাতিক সিরিজেই হয়তো তাদের শেষবারের মত দেখা যাবে। সূত্রের খবর এশিয়া কাপের পর এই বিষয় নিয়ে আলোচনায় বসবে বোর্ড এবং নির্বাচন কমিটিও।
অন্যদিকে যদিও সহ অধিনায়কের দায়িত্ব সুন্দরভাবেই পালন করেছেন গিল, তবুও এই মুহূর্তে তার উপর বাড়তি দায়িত্ব চাপাতে চাইছে না বোর্ড। আর তাই রোহিত শর্মা সরে দাঁড়ালে সেই জায়গায় উঠে আসছে শ্রেয়াস আইয়ারের নাম। একদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন গিল। এর পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তাকেই অধিনায়ক করা হলে অনেকটাই বাড়তি চাপ পড়তে পারে তার উপর, আর সেক্ষেত্রে ছাপ পড়বে তার পারফরমেন্সেও এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই তিনটি ফরম্যাটেই একজনকে অধিনায়ক রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বিসিসিআই। তবে রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী হিসেবে কে বসবেন অধিনায়কের মসনদে তা কিন্তু সময়ই বলবে।