আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাক ম্যাচ নিয়ে সোচ্চার আক্রম, “পরোয়া করি না” বললেন সরাসরি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বরাবরই ক্রিকেট দুনিয়ায় উত্তেজনা থাকে তুঙ্গে। তবে এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ একে অপরের সাথে খেলবে কিনা আদৌ, তা নিয়ে ছিল ধোঁয়াশা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তানের সাথে খেলবে না ভারত। তবে পরবর্তীতে এই সিদ্ধান্তে বদল আসে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে তাই ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। এক্ষেত্রে যদি দুই দলই ফাইনালে পৌঁছতে পারে তাহলে মোট তিনবার মুখোমুখি হবে তারা। তবে শেষ মুহূর্তে যদি ভারত সিদ্ধান্ত পাল্টায়ও, সেক্ষেত্রে প্রতিযোগিতায় যেন কোন প্রভাব না পড়ে এমনটাই আর্জি জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রম।

এই প্রসঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “এশিয়া কাপ প্রতিযোগিতার সূচি প্রকাশ হওয়ার সাথে সাথেই উঠেছে তুমুল বিতর্ক। তবে আমরা অর্থাৎ পাকিস্তান এই বিষয়ে একদম শান্ত আছি। খেলা হোক বা না হোক আমাদের তাতে আমরা পরোয়া করি না, আমাদের কোন অসুবিধে নেই। শুধু চাইব যেন প্রতিযোগিতাটা চলে।” এর পাশাপাশি তিনি আরো বলেন, “আমি রাজনীতিবিদ নই, তাই রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারব না। ওরা নিজেদের দেশের প্রতি দায়িত্বশীল, আমরাও নিজেদের দেশের প্রতি দায়বদ্ধ। তবে আমার মনে হয় বিষয়টাকে কুরুচিপূর্ণ দিকে নিয়ে না যাওয়াই উচিত। যুদ্ধ হওয়া বা যুদ্ধজয় দুটোই অলীক কল্পনা এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আমি ভাবতে চাই যে আমার জীবনে আমি অন্তত ভারত পাকিস্তানের মধ্যে একটা টেস্ট সিরিজ দেখতে পাব।”

প্রসঙ্গত, ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক সম্প্রতি গিয়ে ঠেকেছে তলানিতে। এই বছরের শুরুর দিকে জম্মু-কাশ্মীরের পহলগামে ঘটে যাওয়া জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় টুরিস্ট। তার জেরেই ভারতীয় সেনা পাকিস্তানে চালিয়েছে অপারেশন সিঁদুর। জয়েশ এ মহম্মদ, লস্করে তৈবার মতন জঙ্গি গোষ্ঠীর সাথে সাথে প্রায় ১০০ জঙ্গিকে মুছে দিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দেশের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে যখন এশিয়া কাপে খেলতে রাজি হয়েছে ভারত, এখন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে উত্তেজনা আরো বাড়বে তা বলাই বাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version