আন্তর্জাতিক ক্রিকেট
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, অনিশ্চিত অক্ষর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার ফোরের ম্যাচের আগে ফের চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরের কপালে। পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নাও থাকতে পারেন অক্ষর প্যাটেল। সূত্রের খবর গুরুতরভাবে আহত এই ভারতীয় ক্রিকেটার হয়তো রবিবার নামবেন না মাঠে।
আবুধাবি স্টেডিয়ামে গ্রুপ এ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলছিল ভারত। আর সেই ম্যাচেই ভারসাম্য হারিয়ে পড়ে যান অক্ষর। এই সময় টার্ফে তার মাথায় লাগে এমনটাই শোনা যাচ্ছে। ফিজিও এসে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় দেখা যায় ক্রিকেটার নিজের মাথা এবং ঘাড়ের কিছু অংশে হাত বোলাচ্ছেন। ওমানের ইনিংসের বাকি সময়টুকুর জন্য আর মাঠে আসেননি অক্ষর। অনেকেই মনে করছেন হয়তো পাকিস্তান ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে ভারতের তিন স্পিনারের যুগলবন্দী দেখা যাবে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হতে পারে।
রবিবার সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। গত ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় নিয়ে উঠেছিল এক ঝাঁক প্রশ্ন এবং বেড়েছে জটিলতা। এখন দেখার রবিবার এই ম্যাচে দুই দল কিভাবে জটিলতা কাটিয়ে পরিস্থিতির মোকাবিলা করে।